Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সারিয়াকান্দি সদর ইউনিয়ন পিরিষদ ও এক নজরে সারিয়াকান্দি

সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদঃ

৩৪৬

ইউনিয়নের নাম        : ৬ নং সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ। কোড-৮৮

উপজেলা                 : সারিয়াকান্দি                                      কোড-৮১

জেলা                     : বগুড়া।                                            কোড-১০

আয়তন                  : ৫৪৪২.৮৭ একর= ২২.০৩ বর্গ কি:মিটার

লোক সংখ্যা             : ১৭৯০০ জন (জন্ম নিবন্ধন অনুযায়ী)

জমির পরিমাণ          : ৫৪৪২.৮০ একর          ক) আবাদী  = ৩৪০২ একর

                                                           খ) অনাবাদী= ২০৪০.৮০ একর

ওয়ার্ড                    : ৯ টি

মৌজা                    : ১৫ টি

সরকারী প্রাথঃ বিদ্যা   : ৮ টি

বেঃ প্রাথঃ বিদ্যালয়     : ৪ টি

উচ্চ মাধ্যঃ বিদ্যালয়    : নাই

কলেজ                    : নাই

মাদ্রাসা                   : নাই

মসজিদ                  : ৫২ টি

মন্দির                   : নাই

পঃ পঃ অফিস           : নাই

কমিউনিটি সেন্টার     : নাই

ক্লাব                      : ৪ টি

ডাকঘর                 : ১ টি (দিঘলকান্দি, তরফদারপাড়া)

ব্যাংক                   : নাই

নদী                     : ২টি

খাল                     : নাই

বিল                     : নাই

হাট                      : নাই

গুচ্ছু গ্রাম                : নাই

রাস্তা                     : ক) কাঁচা= ৬ কিঃ মিঃ    খ) পাকা= ২৩ কিঃ মি       মোট=২৯ কিঃ মিঃ

 

 

 

 

 

উপজেলা সারিয়াকান্দিঃ- নওখিলা থানাকে ১৮৬৮ সালের ২০ মার্চ সারিয়াকান্দি গ্রামে স্থানান্তরিত করা হয়। ১৮৮৬ সালের ২০ মার্চ নওখিলা থানার নতুন নাম করণ করা হয় সারিয়াকান্দি থানা। সারিয়াকান্দি নাম করণের উৎস সম্পর্কে তথ্য নির্ভর সঠিক কোন ইতিহাস পাওয়া যায় না। তবে জনশ্রুতিতে আছে প্রায় ২০০০ হাজার বছর আগে নদী অববাহিকায় অত্র গ্রামটি খানাখন্দকে পূর্ণ ছিল। সে খানাখন্দককে সারিয়াকান্দির স্থানিয় ভাষায় কান্দি বলা হতো। সারি সারি সেসব কান্দিকে কেন্দ্র করেই সারিকান্দি নাম করণের উদ্ভব হয়। যা বিবর্তিত হয়ে সারিয়াকান্দির রূপ পরিগ্রহ করে। অনেকের মতে পূর্বে এ অঞ্চলে প্রচুর কলাগাছ জন্মিত সারিবাধা সেসব কলাগাছে কলার কাদি ঝুলে থাকত। সারি সারি সেসব কাদি হতেই ক্রমে ক্রমে সারেকান্দি এবং পরবর্তীতে সারিয়াকান্দি নামের উদ্ভব হয়েছে। সারিয়াকান্দি নামের উৎস সম্পর্কে আরেকটি মতামত হলো- আদি যুগের খরস্রোতা করতোয়া নদীর পূর্বপাশ্বের এ এলাকা ছিল অবহেলিত। এখানে লোক বসতি ও তেমন ছিল না । ফলে কামরূপ ও আসাম বনাঞ্চলের বন্য প্রাণীরা খাদ্যের সন্ধানে এ অঞ্চলে চলে এসে আস্তানা গারে। সে সব বন্য প্রাণীর মধ্যে বাঘ ছিল অন্যতম। বাঘের বিচরণ কেন্দ্র বলে বাঘের ফরাসি শব্দ শের হতেই মোঙ্গল সম্রাটদের শাসনামলের অত্র গ্রামটি শেরকেন্দ্র নামে অভিহিত হয়।শেরকেন্দ্র এর অপভ্রংশ শেরকান্দি হতে সারিয়াকান্দি নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।১৯৭১ সালে সারিয়াকান্দিতে মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অন্যতম দলপতি বালিয়ারতাইড়ের মমতাজুর রহমান শাহাদৎ বরণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর মমতাজুর রহমানের স্মৃতি হিসাবে সারিয়াকান্দি নাম পরিবর্তন করে মমতাজ নগর রাখা হয়।কিন্তু পরিবর্তিত নাম সারিয়াকান্দির অধিবাসিরা ক্রমে ক্রমে বিস্মৃত হয়ে যায় এবং পূর্ব নাম বহাল থেকে যায়।